Onek Kaler Jatra Amar By Rabindranath Thakur

অনেক কালের যাত্রা আমার 

রবীন্দ্রনাথ ঠাকুর

 



অনেক কালের যাত্রা আমার
   অনেক দূরের পথে,
প্রথম বাহির হয়েছিলেম
 প্রথম-আলোর রথে |
গ্রহে তারায় বেঁকে বেঁকে
পথের চিহ্ন এলেম এঁকে
কত যে লোক-লোকান্তরের
অরণ্যে পর্বতে |


সবার চেয়ে কাছে আসা
সবার চেয়ে দূর |
বড় কঠিন সাধনা, যার
বড় সহজ সুর |
পরের দ্বারে ফিরে, শেষে
আসে পথিক আপন দেশে
বাহির ভুবন ঘুরে মেলে
 অন্তরের ঠাকুর |


"এই যে তুনি" এই কথাটি
বলব আমি বলে
কত দিকেই চোখ ফেরালেম
কত পথেই চলে ।
ভরিয়ে জগত্ লক্ষ ধারায়
"আছ-আছ"র স্রোত বহে যায়
"কই তুমি কই" এই কাঁদনের
 নয়ন-জলে গলে ।
 


শিলাইদহ ২৪ চৈত্র ১৩১৮
গীতিমাল্য ১৪

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!